

নিজস্ব প্রতিবেদকঃচাঁপাই নবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ১ ছিনতাইকারীকে একটি ওয়ান শুটার গান গুলিসহ,৭০ বোতল ফেনসিডিল ও সাত গ্রাম হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানায়,২৮ আগস্ট দুপুর ১২.১৫ টায় সদর থানার নয়াগোলা মোড়ে ছিনতাই করা অবস্থায় সামিউল ইসলাম শয়নকে গ্রেফতার করে ডিবি পুলিশ, পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ছিনতাইকারী সামিউল ইসলাম শিবগঞ্জ মডেল স্কুল মোড়ের শফিকুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা অপর অভিযানে বিকেল পৌনে ছয়টার দিকে শিবগঞ্জ নামো চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ সেলিম(২৫) কে সাত গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। সেলিম নামো চাকপড়ার মৃত ইসমাইলের ছেলে।
এছাড়াও গতকাল রাত পৌনে ৮টার দিকে শিবগঞ্জ দাদনচক হল মোড় থেকে ৭০ বোতল ফেনসিডিল সহ মোশাররফ হোসেন বাবু(২৭) ও রিয়াজুদ্দিন এজারুল(২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা।উভয় আসামীর বাড়ী শিবগঞ্জ নামো জগন্নাথ পুর ঘুঘুডাঙ্গা গ্রামে।
আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা গোয়েন্দা শাখা।