জেলা প্রশাসকের বদলি জনিত বিদায় উপলক্ষে গোমস্তাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২

ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের বদলি জনিত বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ জানুয়ারী বেলা ১১:৩০ মিনিটে গোমস্তাপুর উপজেলা মিলনায়তনে গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন।
সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

বিদায় সংবর্ধণা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সংস্কৃতি কর্মী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলির বিষয়টি জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন