চাঁপাই নবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের নতুন কমিটি ঘোষণা;আহবায়ক রানা ও সদস্য সচিব বরজাহান


নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটিতে আহবায়ক হিসেবে মো: রানাউল করিম ও সদস্য সচিব হিসেবে বরজাহান আলী কে মনোনীত করে আগামী ৯০ দিনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
২২ অক্টোবর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ সাইফুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি তে এই তথ্য জানানো হয়।
চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ এর সুপারিশক্রমে এই দেওয়া হয়।
মৎস্যজীবী লীগের গঠনতন্ত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পোস্টটি শেয়ার করুন