নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ :বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গোমস্তাপুর উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহানকে সভাপতি ও সদর উপজেলার নামো শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা সদরের নামো শংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলনে ৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
বিলুপ্ত কমিটির জেলা শাখার সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নামো শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা সম্পাদক হাসানুল মবিন,দাদনচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবগঞ্জ উপজেলা সভাপতি গোলাম রাব্বানী, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসিনুর রহমান, দাদনচক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দীন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিবগঞ্জ উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, ভোলাহাট নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, দেবীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা সভাপতি আব্দুল আজিজসহ অন্যরা।
নামো শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা সাধারণ সম্পাদক আসলাম কবিরের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন; সম্মেলন কমিটির সভাপতি ও রানীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন।
সম্মেলনে জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্বে ৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষনা করেন ১৩ সদস্যের সার্চ কমিটি।