নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও অসহায়-দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেছে রাজপাড়া থানা ছাত্রলীগ।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
আলোচনা সভা দোয়া পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: রমজান আলী।
অনুষ্ঠানে রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি সুকান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার তুলে দেন প্রধান অতিথি ডা: অর্ণা জামান।
রাজপাড়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।