জয়ে জয়ে বাধা হলো বৃষ্টি, পাঁচ রানে হারলো টাইগাররা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

ট্রিবিউন ডেস্ক: অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বুধবার ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিশ্চিত জয়ের পথেই ছিল বাংলাদেশ। ১৮৫ রান তাড়া করতে নেমে বৃষ্টির আগে ৭ ওভারে ৬৬ রান তোলে বাংলাদেশ। এরপর বৃষ্টি বাধায় বন্ধ হয়ে যায় খেলা।

তখন ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৯ রান। ১৭ রানে এগিয়েও ছিল সাকিব বাহিনী। বৃষ্টির কারণে খেলা আর না হলে বাংলাদেশ জয়ী হতো। কিন্তু সেমিফাইনালে ওঠার কঠিন সমীরকণ সামনে রেখে ভেজা মাঠেই বাংলাদেশকে খেলতে বাধ্য করা হয়।

এ বিষয়ে সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল বৃষ্টির বিরতিতে আম্পায়ারের সঙ্গে কী কথা হয়েছিল। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে বাংলাদেশ অধিনায়কের আপত্তি ছিল কিনা? তখন সাকিব পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমাদের না মানার কোনো সুযোগ ছিল?’

অসাধারণ ব্যাটিং করে লিটন দাস


তারপর অবশ্য অন দ্য রেকর্ড টাইগার অধিনায়ক বলেন, আম্পায়ার দুই অধিনায়ককে ডেকেছিলেন। তারা আমাদের জানিয়েছিলেন পরিবর্তিত লক্ষ্য এবং নিয়ম কী। আমাদের কত ওভার আরও খেলতে হবে এবং আমাদের লক্ষ্য কী হবে। এটুকুই।

সাকিব সেখান থেকে যখন ডাগআউটে ফিরে আসেন তখন সতীর্থ এবং কোচিং স্টাফরা তাকে ঘিরে ধরেন। সাকিব দুই হাতে মাথা চেপে ধরে কিছু একটা বলছিলেন তাদের।

ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, সাকিব আম্পায়ারদের বোঝাতে চেয়েছেন মাঠ তখনো ভেজা। এই মাঠে খেলা ঝুঁকিপূর্ণ। কিন্তু আম্পায়ারদের সিদ্ধান্ত না মেনে উপায় ছিল না।

এর আগে গত ২৪ অক্টোবর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জয়ের পথে ছিল দক্ষিণ আফ্রিকা। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে ভেজা মাঠে খেলতে রাজি হয়নি জিম্বাবুয়ে। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

সংক্ষিপ্ত স্কোর

বৃষ্টি থেমে গেলেও ভেজা মাঠে খেলোয়াড়রা চোটাক্রান্ত হতে পারে এই আশঙ্কায় ম্যাচ খেলতে রাজি হয়নি জিম্বাবুয়ে। যে কারণে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণার পর দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন