টঙ্গীতে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
ট্রিবিউন ডেস্ক: র্যাব-১২ এর অভিযানে জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকায় ৪৯৪৫ পিচ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো: ১. মোঃ ইউনুস সিকদার (৩৮)। সে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মনকিচর শীলকুপ গ্রামের মৃত ফোরখ আহমদ সিকদারের ছেলে। ২. মোঃ চুন্নু মিয়া সরদার (৩৭)। সে শরীয়তপুর জেলা সখিপুর উপজেলার দক্ষিণ চরকুমারিয়ার নাওডোবা গ্রামের মৃত আ: সরদারের ছেলে।
র্যাব-১২ সুত্রে জানা যায়, ৬ জানুয়ারি দুপুর সোয়া ১ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এবং সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া (মোল্লাবাড়ি) গ্রামস্থ ইতালী বাড়ির পার্শ্বে মোঃ শরিফ আহম্মেদ এর বাড়ির পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯৪৫ (চার হাজার নয়শত পয়তাল্লিশ) পিচ ইয়াবাসহ ইউনুস শিকদার ও চুন্নু মিয়া সরদার নামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।