টানা চতুর্থবার দেশসেরা রাজশাহী কলেজ: রাসিক মেয়রের সাথে কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে টানা চতুর্থ বারের মতো দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক।
বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সিটি মেয়র।
সৌজন্য সাক্ষাৎ এর সময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য; কলেজের শিক্ষার্থীদের ফলাফল, উপস্থিতি, পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার, ক্রীড়া কার্যক্রম, নিজস্ব ওয়েবসাইট ব্যবহার, অনুষ্ঠানমালা উৎযাপনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৩১টি সূচকে রাজশাহী কলেজ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সেরার মুকুট অর্জন করে দেশের তৃতীয় প্রাচীন এবং সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানটি।