ট্রাক ধাক্কায় চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর দুই শিক্ষার্থী ট্রাকের ঢাক্কায় নিহত হওয়ার ঘটনায় প্রায় তিন ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে পরে প্রশাসন কতৃক সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনা নেওয়ার আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী বেকা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর দুই শিক্ষার্থী মিনারুল ও মোস্তাফিজুর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষে শহরে বাইসাইকেলে করে ফিরছিলেন,বারোঘরিয়া মহানন্দা ব্রীজের উপর পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এরপর বিকেল ৩.৩০ টা থেকে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা মহানন্দা ব্রীজে জড়ো হয়ে ঘাতক ড্রাইভার এর সর্বোচ্চ শাস্তির ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে।

প্রায় তিন ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করার ফলে দুই পাশে তীব্র যানজটের তৈরি হয়। শত শত ট্রাক ও বিভিন্ন যানবাহন আটকে প্রায় ১৫-২০ কিমি পর্যন্ত যানজট তৈরি হয়। এসময় অবরোধকারী শিক্ষার্থীরা ঘাতক ড্রাইভার ও মালিকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে। সন্ধ্যার আগে স্থানীয় প্রশাসন কলেজ শিক্ষার্থী ও কতৃপক্ষের ৯ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

    দাবিগুলো হলো: ১. ২৪ ঘন্টার মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি র আওতায় নিয়ে আনতে হবে।
    ২. নিহত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
    ৩. পিস্তল চত্বরে স্পীড বেকার দিতে হবে।
    ৪. ২৪ ঘণ্টা পিস্তল চত্বরে ট্রাফিক পুলিশ থাকতে হবে।
    ৫. ক্যাম্পাস গেটের আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কোন পার্কিং করা যাবেনা।
    ৬. ফুটওভার ব্রীজ তৈরি করতে হবে।
    ৭. ক্যাম্পাস গেট থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে হবে।
    ৮. সর্বোচ্চ গতিসীমা ২৯ কিমি থাকতে হবে।
    ৯. মহানন্দা ব্রীজের টোলঘর উচ্ছেদ করতে হবে।

অবরোধ তুলে নিয়ে পলিটেকনিক কলেজ অধ্যক্ষের রুমে বসে দাবিসংবলিত স্মারকলিপি ও শোকবার্তা দেন কলেজ কতৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবির খান, সদর থানা ওসি মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সহ-সভাপতি সাব্বির আহমেদ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যক্তিবর্গ। এছাড়া নিরাপদ সড়ক ও ঘাতক ড্রাইভারের বিচারের দাবিতে গণস্বাক্ষর শুরু করেছে সাধারণ শিক্ষার্থী রা।

পোস্টটি শেয়ার করুন