

ডেস্ক নিউজঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের চাল্না সাকো হতে গুলজারবাগ উত্তরপাড়া মোকছেদের বাড়ি পর্যন্ত ড্রেনের পাশে প্রায় ৫০০ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে।
শুক্রবার বিকেলে রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র কাজের অগ্রগতির খোঁজখবর নেন ও মান ঠিক করে যথা সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন ।
উল্লেখ্য, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর বড় ১১টি ড্রেনের পাশে পাকা রাস্তা নির্মিত হচ্ছে। ইতোমধ্যে নাহার একাডেমি থেকে শুরু হয়ে সিটি হাট পর্যন্ত দুই কিলোমিটার ড্রেনের পাশের রাস্তার কাজ শেষ হয়েছে। সৌন্দর্য্য বর্ধনে রেলিং ও রঙের কাজ করা হয়েছে। এতে রাস্তাটি দৃষ্টিনন্দন রাস্তায় পরিণত হয়েছে। একইভাবে আরো ১০টি ড্রেনের পাশে রাস্তা করা হচ্ছে। ড্রেনেজ প্রকল্পের আওতায় ড্রেনের পাশে রাস্তা নির্মিত হওয়ায় সহজে ড্রেনের ময়লা-আবর্জনা পরিস্কার করা যাবে। এতে পানি প্রবাহ বৃদ্ধি পাবে। মহানগরীতে জলাবদ্ধতা হবে না।