ঢাবির ভর্তি পরীক্ষা রাবি আঞ্চলিক কেন্দ্রে হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সন্তোষ


রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শুক্রবার ব্যবসা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে অংশগ্রহণ করেছিল ১৮৬১ জন পরীক্ষার্থী।
শনিবার (৪জুন) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটে অংশগ্রহণ করে ৭২১৯ জন পরীক্ষার্থী।
আঞ্চলিক কেন্দ্র হিসেবে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে। নয়ন শেখ নামের একজন পরীক্ষার্থী জানায় তার বাসা রাজশাহীতে হওয়ায় বাসা থেকেই পরীক্ষা দিতে পারছে । দীর্ঘ ভ্রমণ করে ঢাকা যাওয়া, সেখানে যানজটে পড়া কিংবা আবাসন সমস্যায় পড়তে হচ্ছে না।
স্নিগ্ধা দাস নামে আরেকজন পরিক্ষার্থী বলেন, তিনি যানজটমুক্ত ভাবে এবং খুবই সুশৃঙ্খল ভাবে পরিক্ষার কেন্দ্র ঢুকতে পারেন। খরচও কম হয়। এছাড়া ঢাকায় পরিচিত কেউ না থাকায় ভর্তি পরীক্ষা রাজশাহীতে না হয়ে ঢাকায় হলে তার জন্য অসুবিধা হতো বলে জানান তিনি। তার বাসা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। হয়রানি কম হওয়ায় পরীক্ষার্থীদের অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন।

আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ছবি
এ বছর ‘খ’ ইউনিটে ১৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু পরিক্ষায় বসেছেন ৷ সে হিসাবে প্রতি আসন বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী৷
‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
পরিক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপাচার্যদ্বয় চৌধুরী মো জাকারিয়া ও সুলতান -উল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নুর, জনপ্রশাসন দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে সহ অন্যান্য কর্মকর্তারা।