ঢাবি শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে রাজশাহী জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ মে বিকেলে জেলার বানেশ্বর বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল টি বাজার প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল হাসান রানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি বলেন; রাজশাহী জেলার যেকোনো প্রান্তেই যখন যেই অবস্থায় ছাত্রদলের সন্ত্রাসীরা যদি গুন্ডামী করার চেষ্টা করে আমরা সঙ্গে সঙ্গে প্রতিহত করবো।
এসময় তিনি ছাত্রদলের সন্ত্রাসকে প্রতিহত করতে নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানান।