তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জাতীয়তাবাদী মহিলা দলের লিফলেট বিতরণ
![তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জাতীয়তাবাদী মহিলা দলের লিফলেট বিতরণ](https://chapaitribune.com/wp-content/uploads/2022/02/received_679754903439601.jpeg)
![](https://chapaitribune.com/wp-content/plugins/Epaper view by Nagorikit.com/assest/img/print-news.png)
ট্রিবিউন ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকির উদ্যোগে লিফলেট বিতরণ করেছে মহিলা দলের কর্মীরা।
শনিবার সকাল ১০টায় নগরীর ২৯ নং ওয়ার্ডের ধরমপুর বউ বাজারসহ বিভিন্ন এলাকায় তারা এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত জাতীয়বাদী মহিলা নেত্রী শিল্পি, আখি, শিউলী, জলি, জুলেখা, রেখা, নাজমা ও আজেরা নাজুসহ প্রায় ৫০জনের অধিক নারী নেত্রী।
বাজারে আগত বিভিন্ন ধরনের ব্যবসায়ী, বাজার করতে আসা জনগণ ও দোকানদারদের হাতে এই লিফলেট তুলে দেন। ব্যবসায়ী, সাধারণ জনগণ বিষয়টিকে ইতিবাচক বলে স্বাগত জানান এবং পানি, গ্যাস ও নিত্যপন্যের উর্ধ্বগতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তারা।
এসময়ে মহিলা দল নেত্রী টুকটুকি বলেন, বর্তমানে চলমান করোনায় মানুষের আয়ের উৎস কমে গেছে। অনেকে বেকার হয়ে পড়েছে। মানুষ এক বেলা খাচ্ছে, আরেক বেলা না খেয়ে থাকছে। কিন্তু সরকারের প্রধান এবং তাঁর পাশের নেতারা টাকার পাহাড় গড়তে রাজশাহী ওয়াসার পানির মূল্য, দেশব্যাপী গ্যাস ও নিত্য পন্যের মূল্য বৃদ্ধি অব্যাহত রেখেছে। সরকারের এই অবস্থা দেখে জনগণ যখন ফুঁসে উঠেছে ঠিক তখনি নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে সার্চ কমিটি নামে দলীয় ব্যক্তিদের দিয়ে নিজেদের মত করে আবারও বিতর্কিত সিইসি গঠন করতে যাচ্ছে।
তিনি বলেন, কোন নির্বাচন কমিশন গঠন করে লাভ হবেনা। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবেনা এবং বাংলাদেশে আর কোন প্রকার নির্বাচন হতে দেবেনা বলে জানান তিনি।
পরে তারা লিফলেঠ হাতে করে প্রতিবাদ র্যালি করেন।