তানোরে ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

জুবায়ের আলম,রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে।

৬ নভেম্বর ইউপি আওয়ামী লীগের উদ্যোগে এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, হাবিবুর রহমান হবি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন