মোঃ রাকিব হোসাইন রানা, পাবনা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে পাবনায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা রফিকুল ইসলাম বকুল মিলনায়তনে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পাবনা জেলা শাখা।
জেলা জাসাসের আহ্বায়ক ও ছবির গল্পের প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান আলোচক এর বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।
অনলাইনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন।
এ সময় আরো বক্তব্য দেন; পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, শরিফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাজাহান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিয়া পরিষদ নেতা কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর এস এম আদনান উদ্দিন।
দিনব্যাপী ১০১ টি ছবি টাউনহল ময়দানে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এছাড়াও তার বক্তব্য সম্বলিত ছবি প্রদর্শন করা হয়।