তিন উপজেলার সাতটি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন সাংসদ জিয়াউর রহমান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: একদিনে তিন উপজেলার সাতটি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন ও গোমস্তাপুর, নাচোল এবং ভোলাহাট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আরও ছয়টি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।

সহকারী শিক্ষক শরীফ উদ্দিনের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুজ্জানসহ।

পোস্টটি শেয়ার করুন