ট্রিবিউন ডেস্কঃ স্বামী স্ত্রীর মধ্যে কলহের জেরে তিনমাসের শিশুকে আছড়ে ফেলে মেরে ফেলে পাষণ্ড বাবা। সে পালিয়ে যায় এলাকা থেকে পরে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে সেই পাষণ্ড বাবা।
র্যাব-১২ সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ রঞ্জু মিয়া(২৫) এর সাথে গত তিন বছর পূর্বে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জু মিয়ার পারিবারিক কারনে দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। তাদের সংসারে গত তিন মাস আগে একটি মেয়ে শিশু জন্ম গ্রহন করে। বুধবার ৩০ মার্চ স্বামী-স্ত্রীর মধ্যে আবারো মনোমালিন্য হলে নেশাগ্রস্থ বাবা নিজের তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে আঁছড়ে ফেলে হত্যা করে এবং পাষন্ড বাবা নিজেকে আত্নগোপন করে। ঘটনাটি মূহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে র্যাব-১২ বিষয়টি জানতে পারলে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সেদিনই রাত সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করে।
পরবর্তীতে নিহত শিশুটির মা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা (যাহার নং-৩৫, তারিখ- ৩০-০৩-২০২২ ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। উক্ত মামলার ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।