দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২২
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর অভিনন্দন

ট্রিবিউন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এক অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় লাভ করেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে ম্যাচে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। দুর্দান্ত এই বিজয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই আগামীতেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

Winning Team Bangladesh

পোস্টটি শেয়ার করুন