ট্রিবিউন ডেস্কঃ দখলকৃত বন্দরনগরী মারিওপোলে একটি বৃহৎ সেনা ঘাঁটি তৈরি করেছে রাশিয়া। সেখানে সেনা সমাবেশ বাড়ানোর কিছু ছবি স্যাটেলাইটে ধরা পড়েছে। ছবিতে দেখা গেছে, ইউ আকৃতির নতুন সেনা শিবিরটি শহরের কেন্দ্রে অবস্থিত। যার ছাদে রুশ সেনাবাহিনীর লাল, সাদা ও নীল তারকা দেখা গেছে। ওপরে লেখা-‘মারিওপোলের মানুষের জন্য’। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, রাশিয়া ধীরে ধীরে মারিওপোলে পুনরায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, এমন আলোচনার মধ্যেই ছবিগুলো সামনে এলো। শহরটির দক্ষিণ ও পূর্ব অংশে ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে শহরটি হুমকির মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় শহরটিতে সেনা বাড়ানো শুরু করেছে রাশিয়া।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর পর প্রায় ৩ মাস মারিওপোল শহরটি অবরুদ্ধ রাখে রুশ সেনারা। সম্প্রতি ইউক্রেন সেনাদের বহনকারী প্রায় এক ডজন বাসকে শিল্পাঞ্চলটি ছেড়ে যেতে দেখা গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ গত মাসে একটি তালিকা প্রকাশ করে বলেছে, রাশিয়ার হামলায় শহরের প্রায় ২৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত শহরটিতে ১ হাজার ৩৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ।
পর্যবেক্ষণ সংস্থা ম্যাক্সার জানিয়েছে, ইউ আকৃতির ভবনটি একটি সামরিক সুবিধা বলে মনে হচ্ছে। তবে বিবিসি এটি যাচাই করতে বা নতুন ভবনটি কী কাজে ব্যবহার করা হচ্ছে তা নিশ্চিত করতে পারেনি বলেও খবরে বলা হয়েছে।