দলদলি ইউপি উপ-নির্বাচন; তৃণমূলের ভোটে নৌকার প্রার্থী হিসেবে ভুটু নির্বাচিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

ভোলাহাট প্রতিনিধিঃ আগামী ১৩ ডিসেম্বর ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজেদ আলী ভুটু।

৮ নভেম্বর রবিবার বিকেলে দলদলি ইউনিয়নের আদাতলা স্কুলে এক বর্ধিত সভায় নির্বাচনের মাধ্যমে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়।

উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজেদ আলী ভুটু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনিসুর রহমান। ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্বাচিত করা হয়। তৃণমূলের ৬৫ ভোটের ২৯ ভোট পেয়ে প্রথম হন আরজেদ আলী ভুটু।

বর্ধিত সভা


উল্লেখ ১ অক্টোবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের মৃত্যুতে পদটি শূন্য হলে উপ-নির্বাচনের সরকারি ঘোষণা আসে।

উপ-নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার জাহান,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন