দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম উপজেলা নির্বাহী কর্মকর্তা, অবস্থা আশঙ্কাজনক


ডেস্ক নিউজঃ দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা।
অবস্থা গুরতর হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠানো হয়েছে।
গুরুতর জখম অবস্থায় তাকে ও তার বাবাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে স্থানীয় ।পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।
পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় ওয়াহিদা খানমকে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সোয়া ৩টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রধান অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন, ইউএনও ওয়াহিদা খানমের মাথায় আঘাতের কারণে হাড় ভেঙে সেটা ব্রেনে ঢুকে গেছে। তার এক সাইড অবশ হয়ে আছে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন,বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে।