ট্রিবিউন ডেস্ক: দি রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সার্বিক উন্নতিকল্পে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগর ভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সাথে মতবিনিময় করেন সোসাইটির নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীর উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, দি রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শফিকুল আলম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান নবী, লিয়াকত আলী, ফজলে এলাহী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মতিন, এ্যাড মোস্তাফিজুর রহমান খান আলম প্রমূখ।