দেশরত্ন শেখ হাসিনার যেকোনো নির্দেশ বাস্তবায়নে ৫০ লাখ নেতাকর্মী সর্বদা প্রস্তুত – লেখক ভট্টাচার্য্য


বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার যেকোনো নির্দেশ বাস্তবায়নের জন্য সারাদেশের ৫০ লাখ নেতাকর্মী প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়,মুক্তিযু্দ্ধের প্রাক্কালে জাতির পিতার এক তর্জনীর ইশারায় যেমন ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই বাংলাদেশের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এখন ৫০ লক্ষ নেতাকর্মী দিন-রাত প্রস্তুত রয়েছে। একবিন্দু রক্ত থাকা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় কাজ করবে। দেশরত্ন শেখ হাসিনার এক তর্জনীর ইশারায় আমরা তাৎক্ষণিক একসাথে হয়ে দেশরত্ন শেখ হাসিনার সকল ধরনের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবো। ”
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।