দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ নির্বাচিত হওয়ায় ডাঃ অর্ণা জামানের পক্ষ থেকে আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র্যাংকিংয়ে টানা চারবার দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজশাহী কলেজ ছাত্রলীগের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি টি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন ভবন প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালি তে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাইমুল হাসান (নাঈম), যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জিল আরিফ রক্তিম, সাংগঠনিক সম্পাদক মানিক মোঃ রতন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাফি, উপ স্কুল বিষয়ক সম্পাদক লাবলু, সহ-সম্পাদক এহসানুল করিম হিমু, সদস্য রাশেদুল ইসলাম রাসেদ, সঙ্গীত সহ রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ তে পরপর চারবারের মতো দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ নির্বাচিত হলো।