দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ লিটন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন;’দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি করোনাকালীন সময়ে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশও স্তব্ধ হয়ে থাকলো। তখনও শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতি সচল ছিল। করোনার দুঃসময়ে দফায় দফায় খাদ্য, নগদ অর্থসহ সকল সহায়তা মানুষকে প্রদান করা হয়েছে। বাংলাদেশের মানুষ সুখের মুখ দেখেছে, উন্নয়ন দেখেছে। দেশের মানুষের মাথা খারাপ হয়নি যে সুখে থাকতে ভূতে কিলায় অবস্থা হবে। বিএনপি অথবা অন্য কেউ যেন ক্ষমতায় আসার দুঃস্বপ্ন না দেখে।
মঙ্গলবার বিকেলে পুঠিয়া সরকারি পি.এন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের ইতিহাসে যত অর্জন, সবকিছুতে গৌরব উজ্জ্বল ভুমিকা পালন করেছে আওয়ামী লীগ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান। আওয়ামী লীগ কখনো বিএনপির মতো মিথ্যার রাজনীতি করে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে উন্নয়নের রাজনীতি করে। আগামী নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতির হিংসভাগই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, দেশকে মায়ের মতো মমতা দিয়ে ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ সকল উন্নয়ন আজ দৃশ্যমান। গতকাল পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শতভাগ বিদ্যুতের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশের উন্নয়ন দেখে অনেকের গায়ে জ্বালা ধরে।
পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম ও সদস্য নুরুল ইসলাম ঠান্ডু।
সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
সম্মেলনে আরো বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদস সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, সহ দলীয় নেতৃবৃন্দ।
সম্মেলন সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার রহিম কনক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।