ধর্ষণের বিচারের দাবিতে অনশনরত ঢাবি ছাত্রী ফাতেমা’র পাশে থাকবে ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

বিশেষ প্রতিনিধিঃঢাকসু’র সাবেক ভিপি নুরসহ জড়িতদের গ্রেফতারেরব দাবিতে অনশনরত ঢাবি ছাত্রী ফাতেমার পাশে থাকার ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সকল ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামী ও পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার, বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতার স্হায়ী সমাধানের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এই কর্মসূচি থেকে ফাতেমার পাশে থাকার ঘোষণা দেওয়া হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যে ধর্ষকদের বিচারের দাবিতে অনশনকারী বোন ঢাবি ছাত্রীর সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ।
ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।সেই সাথে অনশনরত ফাতেমার দাবির সাথে সারাদেশের ৫০ লাখ নেতাকর্মী সব সময় সাথে থাকবে।

সমাবেশ থেকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করা হয়।

পোস্টটি শেয়ার করুন