ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আলোক প্রজ্বলন নাচোল উপজেলা ছাত্রলীগের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

ডেস্ক নিউজঃ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং ধর্ষণ -সহিংসতায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে নাচোল উপজেলা ছাত্রলীগ।

আজ সন্ধ্যা ৭ টায় চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোলে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দশনা অনুযায়ী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আলোক প্রজ্বলনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধুকে শ্লীলতাহানি ধর্ষণচেষ্টা ও নির্যাতন,লক্ষীপুরের রামগতিতে বিধবা নারীকে গণধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধুকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুল ছাত্রিকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো হয়।
এসময় নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই উপজেলা ছাত্রলীগ।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সত্যজিত চন্দ্র বর্মন ও
সঞ্চালনা করেন নাচোল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব।

বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি তুষার ইমরান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজিব, নাচোল সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুশফিকুর রহিম,নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সবুজ, নাচোল পৌর ছাত্রলীগের সভাপতি তুষার ইমরান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজিব, নাচোল সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আলসাবা,কসবা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন আহম্মেদ,নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উত্তম কুমার দিপু, নাচোল সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু তাহের সাগর, নাচোল পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সৈকত আলী সহ উপজেলা ছাত্রলীগের অন্তর্গত নেতা-কর্মী বৃন্দ।

পোস্টটি শেয়ার করুন