নওগাঁয় আব্দুল জলিলের কবর জিয়ারত করলেন এসএম কামাল হোসেন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল এর কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন।

আজ দুপুরে কবর জিয়ারতের মাধ্যমে নওগাঁতে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন।

তিনি নওগাঁ -৬ আসনের উপ-নির্বাচনে কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত নেতা হিসেবে নির্বাচনী প্রচারণা ও সমন্বয়ের উদ্দেশ্যে নওগাঁ সফরে এসেছেন।

উল্লেখ্য,আসন্ন ৩টি উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের পাঁচজন নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা হলেন, ঢাকা-৫ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সমন্বয়কারী হিসেবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দায়িত্ব পালন করবেন।

এছাড়া পাবনা-৪ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও নওগাঁ-৬ আসনে যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এবং উভয় আসনে সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন