![নওহাটা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত](https://chapaitribune.com/wp-content/uploads/2022/07/IMG_20220724_154004.jpg)
![](https://chapaitribune.com/wp-content/plugins/Epaper view by Nagorikit.com/assest/img/print-news.png)
জুবায়ের আলম, রাজশাহীঃ রাজশাহী জেলার নওহাটা পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।
উল্লেখ্য, রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৩০ জুলাই। পৌর আওয়ামী লীগের সম্মেলনকে সার্থক ও সফল করতে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নওহাটা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ সাইফুল ইসলাম, জেলা যুব লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কাজী মোজাম্মেল হক, রাজশাহী জেলা যুব লীগের সদস্য জয়নাল আবেদিন, জেলা যুবলীগের সদস্য ও নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু, নওহাটা পৌর যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুল ইসলাম, নওহাটা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ সম্পাদক আজিজুল হক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, নওহাটা পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম নওহাটা পৌর যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি আলেয়া বেগম, নওহাটা পৌর মহিলা আওয়ামী লীগের মোসা. ফাতেমা আক্তার সুমি, নওহাটা পৌর মহিলা রাশেদা বেগম ও রেশভানু বেগম সহ ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।