নগরীতে অটোরিকশা চালকদের পড়তে হবে রাসিকের নির্ধারিত পোশাক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও যানজট নিরসনে নির্ধারিত সময়ে, নির্ধারিত রঙের অটোরিক্সা চলাচল করবে। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্ধারিত পোশাক পরিধান করে চালকদের গাড়ী চালাতে হবে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের ইজিবাইক অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো জানানো হয়; নগরীতে নিবন্ধনবিহীন কোন গাড়ী চলাচল করতে পারবে না। প্রতিটি গাড়ীকে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে হবে। এ বিষয়ে ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অবৈধ গাড়ীসমূহ জরিমানা ও ডাম্পিং করা হবে বলেও সভায় জানানো হয়। সভায় আরো জানানো হয়, অটোরিক্সা, ইজিবাইক চালক ও নিবন্ধন কার্ড ডুপ্লিকেটকারী জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন- রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক অনির্বান চাকমা, সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাবির সহযোগী অধ্যাপক ওমর ফারুক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, আরএমপির ট্রাফিক ইন্সপেক্টর আতাউল আল কোরাইশী, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারওয়ার হোসেন, প্রোগ্রামার রিয়াসাদ তাসা, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রোগ্রামার শিরাজী তানভীর সালেহীন, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ, সহকারী প্রোগ্রামার হোসনে আরা।

পোস্টটি শেয়ার করুন