নগরীতে ‘কলাবাগান সুপার লীগ’ এর দলের নাম, লোগো ও ফরম উন্মোচন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২২

নাঈম হোসেনঃ ‘ক্রীড়াই হোক মাদক নিরাময়ের হাতিয়ার’ এই স্লোগানকে বুকে ধারণ করে রাজশাহী নগরীতে ‘কলাবাগান সুপার লীগ’ এর দলের নাম, লোগো ও ফরম উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার রাত ৯ টায় তরুণ উদ্যোক্তা মোঃ ফায়সালের উদ্যোগে এবং এ্যাডঃ এরশাদ আলী স্মৃতি সংঘ এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পি.পি মহানগর দায়রা জর্জ কোর্ট, রাজশাহী মোঃ মুসাব্বিরুল ইসলাম, মিজানুর রহমান বাবু, সমাজ সেবক ও ক্রিড়া সংগঠক মোঃ টনি, অহিদুর রহমান সভাপতি রাজশাহী মহানগর ছাত্রমৈত্রী, বিশিষ্ট ব্যবসায়ী বাপন, মোঃ ফাইম শাহরিয়ার, মোঃ আলী খান দুলাল, ১০ নং ওয়ার্ড যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃহেলাল উদ্দিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পি.পি মহানগর দায়রা জর্জ কোর্ট, রাজশাহী মোঃ মুসাব্বিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, তরুণ উদ্যোক্তা মোঃ ফায়সালের উদ্যোগে আমি অনেক খুশি, আমি সব সময় তার পাশে আছি।

এসময় তরুণ উদ্যোক্তা মোঃ ফায়সাল বলেন, আমার এলাকার ছোট ভাই যারা আছে তারা আস্তে,আস্তে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, যে সময় তাদের মাঠে গিয়ে খেলা ধুলা করার কথা সে সময় তারা মাঠে না গিয়ে মোবাইলে গেমস খেলতে ব্যাস্ত। তাই আমি চায় আমার এলাকার সেই সকল ছোটভাই মোবাইলে আসক্ত না হয়ে মাঠমুখী হোক।

পোস্টটি শেয়ার করুন