ট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-কৃষি সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আবীর সিয়াম এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা ৬ টায় নগরীর হেতেম খাঁ কলাবাগানে অবস্থিত আজিজর হক খলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দিন আহমেদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম বিপুল, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম পিংকু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম সহ এলাকার মুসল্লীরা।
পরে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় আফতাব উদ্দিন আহমেদ জাহাঙ্গীর কে রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-কৃষি সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আবীর সিয়াম ফুলের শুভেচ্ছা দেন।
ইফতার শেষে রাত ৮ টায় নগরীর হেতেম খাঁ গোরস্থানের বাইরে বোসে থাকা অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-কৃষি সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আবীর সিয়াম।