নগরীর আব্দুল হামিদ নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু, অত্র স্কুলের সহ প্রধান শিক্ষিকা মাহবুবা আখতার, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন- রাসিকের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।