নগরীর আলুপট্টি থেকে বড়কুঠি পদ্মা নদীরধার আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে কুমারপাড়া হয়ে বড়কুঠি পর্যন্ত নদীরধার এলাকায় আলোকায়নের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রোববার রাত সাড়ে ৮টায় ফুদকি পাড়া এলাকায় সুইচ চেপে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই আলোকায়নের উদ্বোধন করেন রাসিক মেয়র।

পদ্মাপাড়ে ঘুরতে আসা বিনোদনপ্রেমী মানুষের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তায় এই সড়কবাতি গুলো সংযোজন করা হয়েছে। আলুপট্টি মোড় থেকে কুমারপাড়া হয়ে বড়কুঠি পর্যন্ত নদীরধার এলাকা ৪২টি পোলে ৪২টি এলইডি বাল্ব লাগানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী ইনজামুল হক, উপ-সহকারী পূজন দাস, আব্দুল্লাহ আল মামুন, তানভীর হাসান সজিব ও কামাল পারভেজ সবুজ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন