খায়রুজ্জামান লিটনের পক্ষে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির প্রচারণা অব্যাহত


নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ করেছে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
শুক্রবার ( ৯ জুন ) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত নগরীর টিকা পড়া, সাধুর মোড়, হাদীর মোড় বউ বাজার এলাকায় বিগত সময়ের উন্নয়ন কাজ তুলে ধরে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন জেলা সমিতির নেতৃবৃন্দ।
দুপুরের বিরতির পর পুনরায় বিকেল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত নগরীর বালিয়াপুকুর এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর সভাপতি ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমানের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: গোলাম রাব্বানী, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা সমিতির সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ তাইফুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, অফিস সেক্রেটারি এবিএম আখতারুল ইসলাম, সদস্য বাশির উদ্দিন, রেলওয়ে পশ্চিম রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য খায়রুল ইসলাম, মুঃ আতিকুর রহমান সুমন, মাহফুজসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।