

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ জুন বিকেলে নগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন জেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। পরে কাজীহাটা এলাকায় প্রচারণায় অংশ নেন তিনি।
প্রচারণা সভায় উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি আব্দুস সাত্তার শাহীন, আহাদ আলী, সাবেক সহ-সভাপতি হাসান আলী, সদস্য জানে আলম খান জনি,বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সহসভাপতি রোকন জামান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক আব্দুস সালেক তুহিন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মাহবুবুল হক পাভেল, যুগ্ন সম্পাদক জাহিদ হোসেন বাবু, সাংগাঠনিক সম্পাদক হাসিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো আসিক হোসেন দিপু, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হাসান,সাবেক সাধারন সম্পাদক মারুফ হোসেন, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রাকিব সৈকত, সাবেক সাংগাঠনিক সম্পাদক ইমন, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসনাত আজিজ মিঠু, কাজিহাটা মহল্লা কমিটির আহবায়ক আলি রেজা ডাবলু, যুগ্ন আহবায়ক সপন কুমার, হাসু, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আতিকুল ইসলাম এমিল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য শাহেদ, সজীব, সানি, আশিফ, সনি, রক্তিম, ছোটন, সিহাব প্রমুখ।