নগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ১৫নং ওয়ার্ডে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ১৫নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর সপুরা ছয়ঘাটি পুকুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। বিশেষ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আনোয়ার হেসেন মানিক, শিল্পও বানিজ্য সম্পাদক মাসুদ রানা বেলাল, ক্রিড়া সম্পাদক একরামুল ইসলাম বাবু, উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দুরুল হুদা, কার্যনির্বাহী সদস্য তৌফিক শাহ, আব্দুর রাজ্জাক রনি, মোস্তাফিজুর রহমান পরশ সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্বে করেন ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মাহবুবুল হক জনি। সভা পরিচালনা করেন ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।