নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

ট্রিবিউন ডেস্ক: দেশে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা’ নামে নতুন এই বিশ্ববিদ্যালয় হবে যশোর-খুলনা মহাসড়কের আটরা গিলাতলা, ফুলতলা, খুলনায়। এই বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৬ ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়। নতুন এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১০-এ।

পোস্টটি শেয়ার করুন