

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ অক্টোবর শনিবার সকাল ১০ টায় চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ বিশ্বাস।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও তৃণমূলে মুজিব সৈনিকদের সংগঠিত করতে নতুন কমিটি অগ্রণী ভুমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
নতুন কমিটির আহবায়ক মো: রানাউল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব বরজাহান আলীর সঞ্চালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি এম মোখলেছুর রহমান, জেল স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: গোলাম রাব্বানী, পৌর আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, সদর কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
সভায় নতুন কমিটি র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম সম্মেলনে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।