নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ।

বুধবার বেলা সাড়ে ১১ টায় কলেজ ছাত্রলীগের টেন্ট থেকে আনন্দ মিছিল শুরু হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে। পরে নবাগত শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে স্বাগত জানান নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আনাস আলীসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন