ট্রিবিউন ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১১তম দিনেও ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়ালিদ হোসেন গালিবের পৃষ্ঠপোষকতায় ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জীর নেতৃত্বে ধারাবাহিক বিতরণ কার্যক্রম চলছে।
উক্ত ইফতার বিতরণের উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিকুজ্জামান উপ- তথ্য গবেষণা সম্পাদক এম এ আসাদুল্লাহ আরাফাত , উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আবরার ফুয়াদ অন্তর, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন অর রশীদ মারুফ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সদস্য নাজমুল খা সুইট, ঝিলিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেরাজ খান, বালুগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজাদা তারা, চাঁপাইনবাবগঞ্জ পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশানুর জামান খান রাফি, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রত্যয় সহ নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজুর হাকিম রিমন, কর্মী রমজান, আতিক, সৃজন, ইমন, সিজার, ইকবাল, তুষার, শুভ সোহান।
কর্মসূচীতে উপস্থিত কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচীটি ধারাবাহিক ভাবে চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করে।
নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জী বলেন “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সূযোগ্য সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-অর্থ সম্পাদক মো: আতিকুল ইসলাম আতিক ভাই এর দিকনির্দেশনায় এবং ওয়ালিদ হোসেন গালিব, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার পৃষ্ঠপোষকতায় রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এটা ধারাবাহিক ভাবে চলবে।
ছাত্রলীগ সবসময় মানব সেবা ধর্ম মেনে সাধারণ মানুষের পাশে থাকবে।