পঞ্চগড়ে ইউপি সদস্যদের সাথে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

আবু সাঈদ পঞ্চগড় জেলা থেকেঃ পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান শেখ বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আবু তোয়াবুর রহমানের সাথে। গত ১৭ই অক্টোবর ২২ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী প্রার্থী আবু তোয়াবুর রহমান কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল হান্নান শেখ এবং বেসরকারিভাবে তাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

নির্বাচিত হওয়ার পর তিনি ছুটে বেড়াচ্ছেন পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়নের প্রতিজন ভোটার ও তার শুভাকাঙ্ক্ষীদের নিকট সৌজন্য সাক্ষাৎ এর উদ্দেশ্যে।

শনিবার রাত ৮টার সময় ৫নং সুন্দর দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্য এবং ফুল বাড়ি বাজারে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে বসে সকলের সাথে কুশোল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ৫নং সুন্দর দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম সহ সকল সদস্যগন এবং দেবীগঞ্জ উপজেলা সদস্য নিউটন এবং বোদা দেবীগঞ্জ উপজেলার মহিলা সংরক্ষিত আসনের সদস্য তানজিলা বেগম।

বক্তব্যে চেয়ারম্যান আবদুল হান্নান শেখ বলেন; আমার বারতি কোন চাহিদা নাই আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। সুতরাং সরকারি সকল বরাদ্দ আমি পাই পাই করে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুন