

রেজাউল করিম, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা বীরকুৎসা ও নলডাঙ্গা পশ্চিমপাড়া থেকে মামুন মোল্লা ও মাহমুদুল হক স্বপন নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম।
তিনি জানান; নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ২২ মার্চে রাত ৯টার দিকে নলডাঙ্গা থানাধীন বীরকুৎসা রেলগেট সংলগ্ন জনৈক শ্যামল ঘোষের মিষ্টান্ন দোকানের মধ্যে হইতে জিপার প্যাকেট সহ ৩৪.৮৫ (চৌত্রিশ দশমিক পঁচাশি) গ্রাম, জিপার প্যাকেট বাদে ৩৪.০০ (চৌত্রিশ) গ্রাম হেরোইন সহ আসামী মোঃ মামুন মোল্লা (২৮), পিতা-মোঃ খলিল মোল্লা, মাতা-মোছাঃ মালা বেগম, নানা-মোঃ মুনছুর প্রামানিক, বর্তমান ঠিকানা-সাং-দূর্লভপুর, থানা-নলডাঙ্গা, স্থায়ী ঠিকানা-পিতা-মোঃ খলিল মোল্লা, সাং-জয়নগর, থানা-সিংড়া,জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১২, তাং-২২-০৩-২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ৮ (গ) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ইং ২৩ মার্চ দুপুর পৌনে দুইটার দিকে নলডাঙ্গা থানাধীন নলডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামস্থ মোঃ মাহামুদুল হক স্বপন (২৮) পিতা- মোঃ আমিনুল হক (মাষ্টার), মাতা- মোছাঃ মাহামুদা খাতুন এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে সাদা পলিথিনের অংশ বিশেষ দ্বারা মুড়িয়ে বাঁধা অবস্থায় ০.৭৫ (শূন্য দশমিক সাত পাঁচ) গ্রাম হেরোইন, যাহার পলিথিন ব্যতিত ওজন-০.৬০ (শূন্য দশমিক ছয় শূন্য) গ্রাম হেরোইন সহ মোঃ মাহামুদুল হক স্বপন (২৮), পিতা-মোঃ আমিনুল হক (মাষ্টার), মাতা-মোছাঃ মাহামুদা খাতুন,গ্রাম- নলডাঙ্গা পশ্চিমপাড়া (নলডাঙ্গা পৌরসভা, ০২ নং ওয়ার্ড) ,থানা- নলডাঙ্গা, জেলা -নাটোর’কে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১৩, তাং-২৩-০৩-২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ৮ (ক) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামীর বিরুদ্ধে পূর্বের ০৯টি মাদক মামলা রয়েছে।