নলডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ঘরের চাবি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ, চেক, সেলাই মেশিন বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

রেজাউল করিম নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ ও খেলাধুরা সামগ্রী, ক্ষুদ্র নৃ-গোষ্টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী, গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নাটোর সদর-নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রাং, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুলনাহার কাজল, জেলা যুবলীগের সভাপতি বাসিউল রহমান খাঁন চৌধুরী এহিয়া, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, পিপরুল ইউনিয়ন পরিষদের কলিম উদ্দিন, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ, দলীয় নেতাকর্মীসহ ভুক্তভোগী ও সাংবাদিকবৃন্দ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দে ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী, ৫৬ জন গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, ৩ জন মেবাধী শিক্ষার্থীদের ল্যাপটপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও ৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৯ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন