রেজাউল করিম নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য,নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-নওগাঁর সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদ।
আজ (৩ অক্টোবর) সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- ব্রক্ষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সীমা রাণি সরকার, ওয়ার্ড কমিশনার সঞ্জয় কুমার, ইউপি সদস্য আঃ হান্নান,শাহজাহান আলী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পারভীন বেগম, সমাজসেবক শফিক মাস্টার, যুবলীগ নেতা সোহেল রানা হেলাল, নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ প্রমুখ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি প্রত্যেকটি মণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও খোঁজ-খবর নেন।