নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

রেজাউল করিম নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের অন্তিম মূহূর্তে জাতির বিবেক পেশাজীবী সুশীলদের হত্যার করুন স্মৃতি বিজড়িত দিন ১৪ ডিসেম্বর। দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবার সন্ধ্যা ৭ টায় নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ হোসেন জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, উপদেষ্টা ডাঃ আব্দুল্লাহ,মোঃ জাহিদ মাষ্টার, সহ-সভাপতি মাহামুদুল হাসান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন ইসলাম সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন