নাইমুল হুদা রানা‘র সহধর্মিণী সাইফুন আফরোজের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

ডেস্ক নিউজঃ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাইমুল হুদা রানা‘র সহধর্মিণী সাইফুন আফরোজের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নগরীর টিকাপাড়ায় মরহুমার বাসভবন সংলগ্ন মাঠে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

দোয়া মাহফিলে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সৈয়দ শাহাদত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন,সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইফুন আফরোজ গত রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেদিন রাতে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।

পোস্টটি শেয়ার করুন