নাচোলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঝালু খানের গণসংযোগ ও মতবিনিময়

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

ট্রিবিউন ডেস্কঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রশিদ ঝালু খান বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেছেন।

শুক্রবার ৫ ফেব্রুয়ারি বিকেলে নাচোল পৌরসভার হাজিডাঙ্গা, পন্ডিতপুর ও মধ্য বাজারে নৌকায় ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন।
এসময় দলীয় নেতাকর্মীদের সাথে নৌকাকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাচোল পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ঝালু খান বলেন, আমি গত পাঁচবছরে নাচোল পৌরবাসীর উন্নয়নের জন্য যে বড় প্রকল্প গুলো নিয়েছি তা চলমান। আবার মেয়র হতে পারলে সবগুলো বাস্তবায়ন করে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারবো।

গণসংযোগ ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন