নাচোলে ইউনিয়ন সমাজকর্মী শামীম হত্যার ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিলো আদালত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

ফারুক আহমেদঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা অফিসের স্টাফ শামীম রেজার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে দায়ের করা হত্যা মামলায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার ৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এই নির্দেশ প্রদান করেন। আগামী ৩০ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করেন আদালত। আদালতে দায়ের করা হত্যা মামলার শুনানিতে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট আব্দুর রহমান ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট।

২৫ মে বুধবার উপজেলা সমাজসেবা অফিসের ২ নং ফতেপুর ইউনিয়ন সমাজকর্মী ও পৌর এলাকার মাস্টারপাড়ার শামসুদ্দিনের ছেলে শামীম রেজার রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আদালতে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৯৬সি/২২। ঘটনার পরপরই এলাকাবাসীর দাবি আত্মহত্যা নয় কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গত ৩ জুন মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখা। সেই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।

আলোচিত হত্যাকান্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মহলে সঠিক তদন্ত করে বিচারের দাবি জানানো হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন