

নিজস্ব প্রতিবেদক: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন- নাচোল হাসপাতালে ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, সদর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আর মেহরাব, নাচোল কমিউনিটি পুলিশের সদস্য সচিব আমিরুল ইসলাম প্রমুখ।